দ্য রিপোর্ট ডেস্ক: দ্বিতীয়বার অভিশংসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে সিনেটে। ২০ জানুয়ারি ক্ষমতা থেকে বিদায়ের পর তাকে বিচারের সম্মুখীন হতে হবে বলে জানিয়েছে বিবিসি।

কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গত সপ্তাহ ন্যাক্কারজনকভাবে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। এতে উস্কানির অভিযোগে বুধবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের (ইমপিচমেন্ট) প্রস্তাব পাস হয়। ডেমোক্রেটিক পার্টির আনা এই প্রস্তাবে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কয়েক জন সদস্যও সমর্থন জানান।

বিবিসি জানিয়েছে, আগামী বুধবার ক্ষমতা থেকে বিদায়ের পর ট্রাম্পের বিচার শুরু হবে। বিচারে দোষী সাব্যস্ত হলে ট্রাম্প যেন আর কখনোই নির্বাচন করতে না পারেন তা নিশ্চিত করতে সিনেটে আনা প্রস্তাবে ভোট দেবেন প্রতিনিধিরা।

সিনেটে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে হলে অন্তত দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। রিপাবিলকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সিনেটে ডেমোক্রেটদের অর্থাৎ অভিশংসনের পক্ষে অন্তত ১৭ রিপাবলিকানের ভোট প্রয়োজন। অবশ্য ইতোমধ্যে ২০ রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে ২০১৯ সালে ইউক্রেন কেলেঙ্কারির কারণে কংগ্রেসে ট্রাম্পকে অভিশংসন করা হয়েছিল। তবে সিনেটে খালাস দেওয়া হয় তাকে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ জানুয়ারি, ২০২১)