দ্য রিপোর্ট প্রতিবেদক: মঙ্গলবার (২৬ জানুয়ারি) পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দর কমেছে ৮ দশমিক ১৯ শতাংশ। তবে দর কমলেও দিনশেষে লেনদেনের শীর্ষেই অবস্থান করছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

কোম্পানিটি দিনশেষে ১১ হাজার ৯৫৮ বারে ১ কোটি ৬৮ লাখ ৫১ হাজার ৫৮৫ টি শেয়ার লেনদেন করেছে যার বাজার মূল্য দাড়িয়েছে ১৪২ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল সোমবারবেক্সিমকো লিমিটেডের লেনদেন হয়েছিল প্রায় ৩৩১ কোটি টাকার। এ অর্থ্যাৎ একদিনে ব্যবধানে কোম্পানিটির লেনদেন কমেছে প্রায় ১৯০ কোটি টাকা।

মঙ্গলবার ১১৩ কোটি ৮১ লাখ টাকার লেনদেন করে দ্বিতীয় স্থানে ওঠে এসেছেএনার্জী প্যাক পাওয়ার জেনারেশনলিমিটেড। এদিন কোম্পানিটি ২৫ হাজার ৫২৫ বারে ১ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৭৬ টি শেয়ার লেনদেন করেছে ।

এদিন, ১০৩ কোটি ৪৫ লাখ টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটি দিনশেষে ২৬ হাজার ১১৭ বারে ১ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৫৫১ টি শেয়ার লেনদেন করেছে।

তালিকার শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলোর হলো - লংকা বাংলা, বেক্সিমকো ফার্মা, বৃটিশ অ্যামেরিকান টোব্যাকো, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, আইএফআইসি ব্যাংক এবং লাফার্জ হোলসিম।

দ্য রিপোর্ট/এএস/২৬ জানুয়ারি,২০২১