দ্য রিপোর্ট প্রতিবেদক: মঙ্গলবার (২৬ জানুয়ারি)  দেশের দুই শেয়ারবাজারেই বড় দরপতন হয়। এই দরপতনের কারণ খতিয়ে দেখতে দেশের শীর্ষ ৩০ ব্রোকারের সাথে বৈঠকে বসেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই বৈঠক শুরু হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা যায়, সম্প্রতি মার্জিন ঋণের বিপরীতে সর্বোচ্চ ১২ শতাংশ সুদ হার বেধে দেয়বিএসইসি। এতে মার্জিন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আপত্তি জানায়।বিএসইসির এমন নির্দেশনায় বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন অনেকে। যুক্তি হিসেবে বলা হচ্ছে, যেসব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান মার্জিন ঋণ দিচ্ছে,তাদের কস্টিং তহবিল নেই।এসব প্রতিষ্ঠান এরই মধ্যে সুদের হার পুননির্ধারণের দাবি জানিয়েছে। আজকের বৈঠকে ব্রোকাররা এই সুদ হার পুননির্ধারণের দাবি জানাতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি বিএসইসি মার্জিন ঋণের সর্বোচ্চ সুদের হার বেঁধে দিয়েছে। নির্দেশনা অনুসারে, কোনো প্রতিষ্ঠান মার্জিন ঋণের বিপরীতে ১২ শতাংশের বেশি সুদ নিতে পারবে না।

দ্য রিপোর্ট/এএস/২৭জানুয়ারি,২০২১