দ্য রিপোর্ট ডেস্ক: মিয়ানমারের গণমাধ্যমে `অভ্যুত্থান` বা `ক্যু` শব্দ ব্যবহার করলে, কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির জান্তা সরকার।

জান্তা সরকারের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে সেনা প্রধান মিন অং লাইং বলেন, এখন থেকে যে সব গণমাধ্যম অভ্যুত্থান শব্দ ব্যবহার করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এছাড়াও, দেশের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।

মিয়ানমারের জনগণের স্বার্থেই দেশটির সেনাবাহিনী রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কাধে নিয়েছে বলেও জানান সেনা প্রধান।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ ফেব্রুয়ারি, ২০২১)