দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামীতে আর কোনো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (২৮ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপার্সন কার্যলয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয় না। সেজন্য শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আমরা আর এ সরকার ও কমিশনের অধীনে দলগতভাবে ইউপি নির্বাচনে অংশ নেবো না।

প্রেসক্লাবে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের জন্য পুলিশকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, পুলিশ ইচ্ছা করে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশের অনুমতির বিষয়ে মির্জা ফখরুল বলেন, প্রেসক্লাবের সামনেতো সবসময় এ ধরনের সভা-সমাবেশ হয়। কে কখন অনুমতি নেয়। আমরাতো অন্যান্য সমাবেশ অনুমতি নিয়েই করি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ ফেব্রুয়ারি, ২০২১)