দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৪৪০ শতাংশ লভ্যাংশ দেবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে,রোববার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে হয়েছে ৪৩ টাকা ৯৪ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৮১ টাকা ৮৩ পয়সা।

দ্য রিপোর্ট/এএস/১ মার্চ,২০২১