দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনার প্রভাবে দেশে আসন্ন লকডাউনে শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। 

 

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিশ্চিত করেছেন- করোনায়ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারে লেনদেনও চলবে।

এর আগে গত ২২ মার্চ জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএসইসি। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, করোনাকালসহ যেকোনো সময় ব্যাংকের কার্যক্রম চালু থাকলে শেয়ারবাজারের লেনদেনও অব্যাহত থাকবে। তাই এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানায় সংস্থাটি।

দ্য রিপোর্ট/এএস/৩ এপ্রিল ২০২১