দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে ভারতে মহামারী পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। দৈনিক সংক্রমণে টানা রেকর্ড গড়ে যাচ্ছে দেশটি।

ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৩১ হাজার ৮৯৩ জন রোগী শনাক্ত হয়েছে।

একই সময় মারা গেছেন ৮০২ জন। এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ৩০ লাখ ৫৮ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ কোটি ৬৭ লাখ ৬৯৪ জন।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউকে রুখতে টিকাদানের ওপর জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তিনি বললেন, ‘করোনার টিকাদানের লক্ষ্যে আগামী ১১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টিকা উৎসব করা হবে।’

এ সময় নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের আর লকডাউনের প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘মাইক্রো কনটেইনমেন্ট জোনে নজর দিতে হবে। করোনা কারফিউ বজায় রাখা হোক। রাত ৯টা বা ১০টা থেকে ভোর ৫টা বা ৬টা পর্যন্ত করোনা কারফিউ করা হোক।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ এপ্রিল, ২০২১)