দ্য রিপোর্ট প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসে মারা গেছেন দেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী মিতা হক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। রোববার (১১ এপ্রিল) সকালে তিনি ইন্তেকাল করেন।

মিতা হক ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী। তার এককভাবে মুক্তি পাওয়া মোট ২৪টি অ্যালবাম আছে। এর মধ্যে ১৪টি ভারত থেকে ও ১০টি বাংলাদেশ থেকে। তিনি ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

সুরতীর্থ নামে একটি সঙ্গীত প্রশিক্ষণ দল গঠন করে সেটির পরিচালক ও প্রশিক্ষক হিসেবে ছিলেন তিনি। এছাড়া, ছায়ানটের রবীন্দ্র সঙ্গীত বিভাগের প্রধান ছিলেন মিতা হক। তিনি প্রয়াত অভিনয়শিল্পী খালেদ খানের স্ত্রী।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ এপ্রিল, ২০২১)