দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকার সবগুলো খাল ও ঝিল হবে হাতিরঝিলের চেয়েও দৃষ্টিনন্দন,এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি।

চলমান করোনার সংক্রমণ প্রতিরোধ এবং উনয়ন কার্যক্রম নিয়ে দেশের সব সিটি কর্পোরেশনের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, 'লকডাউন করা হয়েছে, প্রডাক্টিভ সেক্টর, ইনকাম জেনারেটিং সেক্টর অনেকগুলোকে খোলা রাখা হয়েছে।'

এ সময় লকডাউনের পাশাপাশি উৎপাদনশীল খাত খোলা রাখা একটি বিচক্ষন সিদ্ধান্ত বলেও দাবি করেন মন্ত্রী।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ এপ্রিল, ২০২১)