দ্য রিপোর্ট প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক টিকার প্রয়োগ চলছে দেশে। প্রথম ডোজের পাশাপাশি গত এক সপ্তাহ ধরে দ্বিতীয় ডোজও গ্রহণ করছে নানা শ্রেণি-পেশার মানুষ। সর্বাত্মক লকডাউনের মধ্যেই বৃহস্পতিবার একদিনে প্রায় দুই লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৯৬ হাজার ৯৭৬ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৩৩ হাজার ৬৫৫ জন ও নারী ৬৩ হাজার ৩২১ জন।

দেশে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৬৬ লাখ ১৭ হাজার ৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ কর্মসূচিতে অংশ নিয়ে এ পর্যন্ত টিকা নিয়েছেন নয় লাখ ৩০ হাজার ১৫১ জন। তাদের মধ্যে পুরুষ ছয় লাখ ৩৭ হাজার ৪৫৬ জন, আর দুই লাখ ৯২ হাজার ৬৯৫ জন নারী।

বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য সারাদেশে নিবন্ধন করেছেন ৭০ লাখ ৮৮ হাজার ৪৬৯ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ এপ্রিল, ২০২১)