দ্য রিপোর্ট প্রতিবেদক: টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আহত হয়েছে আরো দুইজন। আজ (শুক্রবার) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার বাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম রেজাউল ও অপরজনের নাম শাহাদত হোসেন। তাদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপালের পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম আরটিভি নিউজকে জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার বাবলা এলাকায় আজ বিকাল ৪টার দিকে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গগামী একটি ট্রাককে অপর একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেজাউল ও শাহাদতসহ তিনজন মারা যান। আহত হয় দুইজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপালের পাঠানো হয়েছে। ট্রাক দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ এপ্রিল, ২০২১)