দ্য রিপোর্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। রোহিত শর্মা নেতৃত্বাধীন দলটির দেয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ছয় উইকেটে জয় তুলে মাঠ ছাড়ে ক্যাপিটালস।

মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে মুম্বাই। জবাবে ৫ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ঋষভ পন্থের দল।

চেন্নাইয়ে এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অধিনায়ক রহিত শর্মা ৩৬ বলে ৪৪ ও ইশান কিষাণের ২৮ বলে ২৬ রানের সুবাদে। স্বল্প সংগ্রহ করে মুম্বাই।

দিল্লির হয়ে অমিত মিশ্র ৪ ওভারে ২৪ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। হয়েছেন ম্যাচ সেরা।

জবাবে ৫ বলে ৬ রান করেন পৃথ্বী শ। ৪২ বলে ৪৫ রান তুলেন শিখর ধাওয়ান। ২৯ বলে ৩৩ রান আসে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। অধিনায়ক ঋষভ পন্থ ৮ বলে সাত রান করে মাঠ ছাড়েন।

শেষ পর্যন্ত ৯ বলে ১৪ রান করে ক্রিজে ছিলেন শিমরন হেটমায়ার। তার সঙ্গে অপরাজিত ছিলেন ২৫ বলে ২২ রান করা ললিত জাদব।

মুম্বাইয়ের বোলারদের মধ্যে জসপ্রিত বুমরাহ, জয়ন্ত জাদব, কাইরন পোলার্ড ও রাহুল চাহার একটি করে উইকেট নেন।

মুম্বাই একাদশ

কুইন্টন ডি কক (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কিয়েরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জয়ন্ত যাদব, রাহুল চাহার, যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট।

দিল্লি একাদশ

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভেন স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার, ললিত জাদব, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, অমিত মিশ্র, আবেশ খান।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ এপ্রিল, ২০২১)