দ্য রিপোর্ট প্রতিবেদক: বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্বন নিঃসরণ হ্রাসে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে উন্নত দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ লক্ষ্যে ১০০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের জন্য বিশ্বনেতাদের প্রতি প্রস্তাবও দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ আয়োজিত বিশ্বনেতাদের জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থায়নসহ ৪ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশে। রয়েছে সম্পদের সীমাবদ্ধতা। এমন পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপ বিশ্ব নেতাদের স্বীকৃতি মিলেছে।

প্যারিস জলবায়ু চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিরে আসা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের বিষয়টিও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ এপ্রিল, ২০২১)