দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে কুড়িগ্রাম, লালমনিরহাট।

বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২৩ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের অসমের গুয়াহাটির কাছে শোনিতপুরে।

এ ভূমিকম্পে কেঁপে উঠে উত্তরবঙ্গের একাধিক জেলা। কম্পন অনুভূত হয় দক্ষিণবঙ্গেও।

বাংলাদেশ ও ভারত ছাড়াও মিয়ানমার, ভুটান ও চীনের বিভিন্ন স্থানেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ এপ্রিল, ২০২১)