দ্য রিপোর্ট প্রতিবেদক:বৃহস্পতিবার (৬ মে) থেকে পুঁজিবাজারে সকাল ১০টায় থেকে লেনদেন শুরু হয়ে  বেলা ১ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। ব্যাংক লেনদেনের সময় বৃদ্ধির সাথে মিল রেখে দেশের পুঁজিবাজারেও লেনদেনের সময় বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখাপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

 

 

বুধবার (৬ মে) বাণিজ্যিক ব্যাংকে লেনদেনের সময় ১ ঘণ্টা বাড়িয়ে সকাল ১০ টাকা থেকে বেলা ২ পর্যন্ত নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক।ফলে পুঁজিবাজারেও লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানো হয়।

দ্য রিপোর্ট/এএস/৬মে ২০২১