দ্য রিপোর্ট ডেস্ক: ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের পক্ষে সরাসরি বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতার দ্রুত সমাপ্তি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ফিলিস্তিনে বিমান হামলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমি আশা ও প্রত্যাশা হলো দ্রুত এটি বন্ধ হবে। কিন্তু ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইসরাইলে হামাস ও অন্যান্য গ্রুপের রকেট হামলার নিন্দা জানান।

ইসরাইলের নিরাপত্তায় বাইডেন তার সমর্থনে অটল রয়েছেন। ইসরাইল তার জনগণের সুরক্ষায় তার আত্মরক্ষার অধিকার রয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপের পর তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, যুদ্ধ বন্ধ হওয়ার বিষয়ে বাইডেন তার আশাবাদের কারণ সম্পর্কে আর কোনো ব্যাখ্যা করেননি।

বাইডেন জানান, তার জাতীয় নিরাপত্তা পরিষদ ইসরাইল, মিসর, সৌদি আরব ও আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করছে। তাদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে তারা উদ্যোগ নিচ্ছে।

গত শুক্রবার জেরুজালেমের আল আকসা মসজিদে ইহুদিবাসী ইসরাইল হামলা চালায়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ মে, ২০২১)