দ্য রিপোর্ট ডেস্ক: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।

শুক্রবার (১৪ মে) আল জাজিরার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এক বিবৃতিতে হামাসের রকেট হামলার নিন্দা জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট গাজায় বেসামরিক জনগণের দুর্দশা সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে চলমান সংঘাত নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং ওই অঞ্চলে শান্তি ফেরানোর আহ্বান জানিয়েছেন।

শুক্রবার গাজায় হামলায় স্থল ও বিমান বাহিনী অংশ নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে তারা গাজায় প্রবেশ করেনি।

গাজা শহরের ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি কামান, গানবোট ও বিমান হামলায় আকাশে বিস্ফোরণের আলো জ্বলে উঠছে। উপত্যকাটিতে এখন পর্যন্ত ১১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ।

ইসরায়েলি সীমান্তে বসবাসরত গাজার অধিবাসীরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। গাজার সেজায়ারার বাসিন্দারা বলেন, ইসরায়েলি কামানের গোলা এসে তাদের বাড়িতে পড়ছে।

উম্ম রাঈদ আল-বাগদাদি বলেন, পুরো এলাকাজুড়ে গোলা আঘাত হানছে। শিশুরা আতঙ্কিত হয়ে পড়েছে। এমনকি যারা প্রাপ্তবয়স্ক, শৈশব থেকেই যুদ্ধ দেখে দেখে বড় হয়েছেন, তারাও বলছেন, আমরা আর সহ্য করতে পারছি না।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ মে, ২০২১)