দ্য রিপোর্ট প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, অর্থপাচারকারীদের বিষয়ে দুদক বিভিন্ন দেশে তথ্য চেয়ে চিঠি পাঠালেও অধিকাংশ সময়ই জবাব মেলে না।

সোমবার (৭ জুন) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জবাব না পাওয়ার কারণ হিসেবে দুদক সচিব বলেন, কোনো দেশের সঙ্গে বাংলাদেশের অ্যাগ্রিমেন্ট (চুক্তি) নেই। ফলে তারা বাধ্য নন তথ্য পাঠাতে। তারপরও মানিলন্ডারিং ইস্যুতে অনেক দেশে তথ্য চেয়েছি। তাদের আগ্রহ থাকলে মাঝে মাঝে তথ্য পাওয়া যায়।

তিনি বলেন, মানিলন্ডারিং ইস্যুতে বিভিন্ন দপ্তর থেকে অভিযোগ আসে আমাদের কাছে। তবে অভিযোগ সুনির্দিষ্ট না হলে আমরা গ্রহণ করতে পারি না। আবার মানিলন্ডারিংয়ের সব অভিযোগ দুদকের তফসিলভুক্ত নয়। দুদক কেবল সরকারি কর্মকর্তা ও কর্মচারী-সংশ্লিষ্ট অভিযোগগুলো অনুসন্ধান ও তদন্ত করতে পারে। বর্তমানে মানিলন্ডারিং ইস্যুতে দুদকের মামলায় সাজার হার শতভাগ।

এদিকে দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলেন, অর্থপাচারের বিষয়ে দুদক জিরো টলারেন্স, আদালতও সচেষ্ট।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৭ জুন, ২০২১)