দ্য রিপোর্ট প্রতিবেদক: কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি সম্পর্কে জানে না পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্সুরেন্স । সম্প্রতি পাইওনিয়র ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে কোম্পানিটিকে  গত ৮ জুন  নোটিস পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ।নোটিসের  জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে বলে জানায় কোম্পানিটি । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

 

 

 

জানা যায়, গত ১১ মে পাইওনিয়র ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ১০২ টাকা। ৮ জুন কোম্পানিটির শেয়ার দর ১৮০ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।গত ৭ জুনসোমবার পাইওনিয়ার ইন্সুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬৬ টাকা ২০ পয়সা। মঙ্গলবার কোম্পানিটির ক্লোজিং প্রাইজ গিয়ে দাড়ায় ৮১ টাকা ৮০ পয়সায়। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কোম্পানির শেয়ারে দাম উঠেছে ১৯৬ টাকা ৮০ পয়সায় ।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ। অনেকে শেয়ারটির দর বৃদ্ধির পেছনে কারসাজি কাজ করছে বলে মনে করছেন ।

দ্য রিপোর্ট/এএস /৯জুন ২০২১