দ্য রিপোর্ট ডেস্ক: সিরিয়ার আফরিন শহরের একটি হাসপাতালে হামলায় কমপক্ষে ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হন ২৭ জনের বেশি।

শনিবার কুর্দি পিপল’স প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি) এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সদস্যরা ক্ষেপণাস্ত্র ও কামান হামলা চালায় বলে অভিযোগ করেছে তুরস্ক।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি’র খবরে বলা হয়, শিফা হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালায় ওয়াইপিজি ও পিকেকে-এর সদস্যরা। হাসপাতালটিতে ক্ষেপণাস্ত্র ও কামান হামলা হয়েছে বলে জানায় তুর্কি সরকার।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কলিন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এছাড়া ঘটনার প্রকৃত কারণ বের করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৩ জুন, ২০২১)