দ্য রিপোর্ট প্রতিবেদক: তৈরি পোশাক খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে ব্যবসা সহজীকরণের উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। গত রবিবার বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান। আলোচনায় বিজিএমইএ সভাপতি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিসহ দেশে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার কথা উল্লেখ করেন।

 

 

 

বিশেষ করে ম্যান মেইড ফাইবারভিত্তিক বস্ত্র খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে ব্যবসা সহজীকরণের উদ্যোগ গ্রহণের জন্য বিডার নির্বাহী চেয়ারম্যানকে অনুরোধ জানান তিনি।এ সময় বিডার নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহসিনা ইয়াসমিন, সাইফুল্লাহ মোকবুল মোর্শেদ এবং অভিজিৎ চৌধুরী। বিজিএমইএ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী, পরিচালক এনামুল হক খান (বাবলু), পরিচালক আসিফ ইব্রাহীম, আসিফ আশরাফ, আব্দুল্লাহ হিল রাকির, ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান ও মিজানুর রহমান।

দ্য রিপোর্ট/এএস/১৪জুন ২০২১