দ্য রিপোর্ট প্রতিবেদক: ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের কাছে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।  পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর, ২০১৯ অর্থবছরে কোম্পানিটি ১৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ওই অর্থবছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৪৭ পয়সা।

এদিকে, চলতি অর্থবছরের ৩১ মার্চ, ২০২১ প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাক ৩৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৪৬ পয়সা।

দ্য রিপোর্ট/এএস/২৪জুন ২০২১