দ্য রিপোর্ট ডেস্ক: স্বাগতিক জিম্বাবুয়েকে চেপে ধরেছে টাইগাররা। জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার পেসার সাইফউদ্দিন আহমেদ। রানের খাতা খোলা আগেই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি সাজঘরে ফেরান তিনি।

ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশি পেসার সাইফউদ্দিনের গুড লেন্থের বল ভেতরে ঢোকার পথে কাট করতে চেয়েছিলেন তাদিওয়ানাশে মারুমানি। কিন্তু বল জিম্বাবুয়ে ওপেনারের ব্যাটের কানায় লেগে স্ট্যাম্প ভেঙে দেয়। এরপর দলীয় ১৩ রানের মাথায় আবারো উইকেট হারায় স্বাগতিকরা।

এবারের উইকেটটি নেন আরেক টাইগার পেসার তাসকিন আহমেদ। ৯ রান করা ওয়েসলি মাধেভেরে পরিষ্কার বোল্ড করেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারে ২ উইকেটে ২৫ রান করেছে জিম্বাবুয়ে। জয়ের জন্য এখনো ২৫২ রান করতে হবে তাদের।

হারারেতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯ উইকেটে ২৭৬ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০২ রান করেন লিটন দাস।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ জুলাই, ২০২১)