দ্য রিপোর্ট প্রতিবেদক: দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় পর উদ্ধার হয়েছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোনটি। হারানো ফোন উদ্ধার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আজ সোমবার (১৯ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ধন্যবাদ জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমার হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধার করায় বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস ছিল, ফোনটা পাওয়া যাবে। আইনশৃঙ্খলা বাহিনী আমার বিশ্বাসটা রক্ষা করেছে। এজন্য অনেক ধন্যবাদ।

একই দিন সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রীর ব্যবহৃত আইফোনটি উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়। গত ৩০ মে রাজধানীর বিজয় সরণি এলাকায় গাড়িতে বসে ফোনে কথা বলছিলেন মন্ত্রী। তখনই তার হাত থেকে আইফোনটি নিয়ে পালিয়ে যান এক ছিনতাইকারী। পরে এ ঘটনায় কাফরুল থানায় মামলা করেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর।

মামলার এজাহারে বলা হয়, পরিকল্পনামন্ত্রী ৩০ মে সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে অফিস থেকে সরকারি গাড়িতে (ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮২৪) করে বেইলি রোডে নিজ বাসার উদ্দেশে রওনা হন। বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রী গাড়ির জানালা খুলে মুঠোফোনে কথা বলছিলেন। সেসময় অজ্ঞাতনামা এক চোর মন্ত্রীর ব্যবহৃত আইফোন এক্স হাত থেকে টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যান। গাড়িতে বসা মন্ত্রীর গানম্যান ওই ছিনতাইকারীকে ধাওয়া করেন। কিন্তু ছিনতাইকারীকে ধরা যায়নি।

পরে পুলিশ জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফায় হাত বদল হয়ে হাতিরপুলের একটি দোকানে গিয়েছিল। সেই দোকান থেকে একজন ক্রেতা ফোনটি ৩০-৩৫ হাজার টাকায় কিনে নেন। তবে সেই ক্রেতার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাকে না পাওয়ায় ফোনটি উদ্ধার করা যাচ্ছিল না।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ জুলাই, ২০২১)