দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জকে পূর্ণাঙ্গ ডিজিটাল করতে ‘ফাইভ পি’ ফর্মূলা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভুঁইয়া।ডিএসইর উন্নয়নে ৫টি লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে এই ফর্মুলায়। 

 

 

 

বৃহস্পতিবার (২৯ জুলাই) ডিএসই ব্রোকারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর পরিচালনা পর্ষদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এ লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করেন।

এ সময় ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, ডিএসই’র উন্নয়নের জন্য আমি কিছু লক্ষ্য নির্ধারণ করেছি৷ যাকে বলতে পারি ফাইভ পি। এগুলো হচ্ছে – পিপলস, প্রোডাক্ট, প্লাটফর্ম, প্রসেস এবং পলিসি৷ এই ফাইভ পি বাস্তবায়ন করা গেলে ডিএসই অবশ্যই পূর্নাঙ্গরূপে ডিজিটাল হবে৷ এ কাজের জন্য সর্বপ্রথম প্লাটফর্মের উপর গুরুত্ব দেওয়া হবে৷ একটি ভাল প্লাটফর্ম স্টক এক্সচেঞ্জকে অনেক বেশি গতিশীল করে তুলতে পারে৷ তাই ডিএসই প্লাটফর্মের উপর আমাদের অধিক গুরুত্ব থাকবে৷ এভাবে ধারাবাহিকভাবে ফাইভ পি বাস্তবায়ন করবো৷ দেশের শেয়ারবাজারের প্রতি জনগনের যে আস্থা তৈরী হয়েছে, তা যাতে ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর দেয়া জরুরি৷ বিশেষ করে শেয়ারবাজার বর্তমানে যে অবস্থায় আছে, তাকে আরও গতিময় করা এবং সকল ক্ষেত্রে আধুনিকায়ন করা দরকার৷ ডিএসইকে এখন চিন্তা করতে হবে, বিশ্ব যেভাবে আধুনিকায়ন হচ্ছে, সেভাবে শেয়ারবাজারকে-কে এগিয়ে নেয়া৷ পাশাপাশি আইনের মধ্যে থেকে সঠিকভাবে স্টক একচেজ্ঞের কার্যক্রম পরিচালনায় বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে৷

এ সময় নতুন এমডি ডিবিএর পর্ষদকে স্বাগত জানান ।

ডিবিএর প্রতিনিধিগণআশা প্রকাশ করেবলেন, ডিএসইর নবনিযুক্ত এমডির দীর্ঘ কর্মময় জীবনের বহু অভিজ্ঞতা ডিএসইর সকল ক্ষেত্রে পেশাদারীত্বের উন্নয়ন ঘটবে ।

দ্য রিপোর্ট/এএস/২৯জুলাই ২০২১