দ্য রিপোর্ট প্রতিবেদক: ফিল্ম ইন্ডাস্ট্রি উত্তাল। গতকাল বনানীর বাসা থেকে ভয়ংকর মাদক এলএসডি, আইস, ইয়াবা, বিপুল মদসহ আটক হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সেদিন রাতেই আটক হন নায়িকার বন্ধু বলে পরিচিত ব্যবসায়ী, প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজ।

এছাড়া চিত্রনায়িকা শিরিন শিলা, মডেল-অভিনেত্রী নায়লা নাঈমসহ প্রায় অর্ধশত নায়িকা ও মডেলের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানা যায়।

চলচ্চিত্র শিল্পীদের অবক্ষয় নিয়ে এখন পর্যন্ত নীরব ভূমিকায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আটক এসব শিল্পীদের সমিতির দিক থেকে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে। মাদকের মতো ভয়ংকর অপরাধে জড়িত থাকার কারণে তাদের বহিষ্কার করা হবে কিনা এমন অনেক প্রশ্ন নিয়ে বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে যোগাযোগ করা হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান-এর সঙ্গে।

তিনি বলেন, এরই মধ্যে আমরা বিষয়টি নিয়ে সিনিয়র শিল্পী ও সমিতির নেতাদের সঙ্গে কথা বলেছি। আজ রাত বা আগামীকাল আমরা সংবাদ সম্মেলন করে বিস্তারিত ও পরবর্তী পদক্ষেপের কথা জানাবো।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫আগস্ট, ২০২১)