দ্য রিপোর্ট প্রতিবেদক: চলে গেলেন কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)৷আজ শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আলোকচিত্রী কামরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বুলবুল ভাইয়ের স্ত্রী আমাকে কল দিয়ে জানান বুলবুল ভাই কিছুক্ষণ আগে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রথম লেখা বের হয় ১৯৬৭ সালে। আর তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ 'টুকা কাহিনী'।

সাহিত্যকর্মের জন্য ২০২১ সালে বুলবুল চৌধুরী একুশে পদক লাভ করেন। আর বাংলা একাডেমি পুরস্কার পান ২০১১ সালে। এ ছাড়া তিনি হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, জসীমউদ্দীন স্মৃতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।

.(দ্য রিপোর্ট/আরজেড/২৮ আগস্ট, ২০২১)