দ্য রিপোর্ট প্রতিবেদক: টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। তাদের বিপক্ষে বাংলাদেশ দশটি ম্যাচ খেলেছে। যার মধ্যে সবকটিতে হেরেছে টাইগাররা। তবে সেই পরাজয়ের বৃত্ত ভাঙ্গল মাহমুদউল্লাহর দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বারের মতো টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের জয় পেলো বাংলাদেশ। যার ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।

বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারের আগে ৬০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

কিউইদের দেওয়া মামুলি এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারের প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরে যান মোহাম্মদ নাঈম। ১ রানে তার বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। শর্ট কভারে হেনরি নিকলসের ক্যাচ হন নাঈম। অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট পান কোল ম্যাককনচি।

নাঈমের বিদায়ের পরের ওভারেই সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। আউট হওয়ার আগে এই হার্ড হিটার ব্যাটসম্যান করেন ১ রান। দুই উইকেট হারিয়ে বিপদে পড়লে দলের হাল ধরেন সাকিব ও মুশফিক। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৩ বলে ২৫ রান করে আউট হন সাকিব। এরপর বাকি কাজটুকু করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। যার ফলে নির্ধারিত ২০ ওভারের আগে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ১৬ ওভার ৫ বলে ৬০ রান। (লাথাম ১৮, নিকোলস ১৮, ইয়াং ৫, মোস্তাফিজ ৩/১৩, সাইফউদ্দিন ২/৭, মেহেদি ১/১৫, সাকিব ২/১০, নাসুম ২/৫)

বাংলাদেশ: ১৫ ওভারে ৬২/৩ (সাকিব ২৫, মুশফিক ১৬*, মাহমুদউল্লাহ ১৪*, প্যাটেল ১/৭)

.(দ্য রিপোর্ট/আরজেড/০১ সেপ্টেম্বর, ২০২১)