দ্য রিপোর্ট ডেস্ক: ফিলিস্তিনের পর এবার কিরগিজস্তানের কাছেও হারল বাংলাদেশ দল। থ্রি নেশন্স কাপে ৪-১ গোলে বাংলাদেশকে হারিয়েছে স্বাগতিক কিরগিজস্তান। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল কিরগিজস্তান। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিলেও এক গোল শোধ করে বাংলাদেশ। এই ম্যাচে চারটি পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। গোলবারের নিচে শহিদুল আলম সোহেলের জায়গায় ছিলেন আনিসুর রহমান জিকো।

কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার রাহাবার ওয়াহেদ খান আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দশ মিনিট খেলেছিলেন। এই ম্যাচে শুরু থেকেই খেলেছেন তিনি। সোহেল রানা ও সাদ উদ্দিনের পরিবর্তে সেরা একাদশে ছিলেন মাহবুবুর রহমান সুফীল ও রাহাবার ওয়াহেদ খান। আর রক্ষণভাগে রেজার পরিবর্তে নেমেছিলেন রিয়াদুল হাসান রাফি।

ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় কিরগিজস্তান। গোল করেন এলদার। ১৭ মিনিটে আবারও গোলের সুযোগ এসেছিল তাদের সামনে। কিন্তু গোললাইন থেকে সেই বল সেভ হলে জালের ঠিকানা খুজে পায়নি কিরগিজস্তান। এই ম্যাচে কিছুটা গতি দিয়ে খেলেছে বাংলাদেশ দল। আগের ম্যাচের চেয়েও আক্রমণাত্নক ছিল বাংলাদেশের ফুটবলাররা। ২৭ মিনিটে কিরগিজস্তানের রক্ষণ হানা দিয়ে দুইবার কর্নার আদায় করে নেয় বাংলাদেশ।

৪০ মিনিটে ব্যবধান বাড়ায় কিরগিজস্তান। এবার গোলদাতা আলিমারদন। ৪৫ মিনিটে স্কোরলাইন ৩-০ হয়ে যেতো যদি না গোলকিপার আনিসুর রহমান জিকো দক্ষতার পরিচয় দিয়ে বল ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে না দিতেন। বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার কমেনি স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে কোন কিছু বুঝে উঠার আগেই ম্যাচে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। ৪৭ মিনিটে গোল করেন তুরসুনালি। তবে ৫৩ মিনিটে এক গোল পরিশোধ করে বাংলাদেশ। মাহবুবুর রহমান সুফীলের গোলে পরাজয়ের ব্যবধান কমায় জামাল ভুইয়ারা।

৫৮ মিনিটে সুযোগ তৈরী করেছিল বাংলাদেশ। কিন্তু প্রস্তুত ছিলেন কিরগিজস্তানের গোলকিপার। ৭৪ মিনিটে কিরগিজ রক্ষণে হানা দিয়েছিল বাংলাদেশ। কিন্তু কাজের কাজ করতে পারেনি।

গোলবারের নিচে জিকো কেন প্রথম পছন্দ সেটা তিনি দেখিয়েছেন ম্যাচের ৮৭ মিনিটে। ফ্রি কিকে বা দিকে ঝাপিয়ে বল বাইরে পাঠিয়েছেন আনিসুর রহমান জিকো। তবে ৮৯ মিনিটে আরও এক গোল হজম করে বাংলাদেশ। কর্ণার থেকে হেডে গোল করেন বখতিয়ার। তাই ৪-১ গোলের জয় পায় স্বাগতিকরা। কিরগিজস্তান সফরে শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার তাদের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ সেপ্টেম্বর, ২০২১)