দ্য রিপোর্ট ডেস্ক: গত ৬ সেপ্টেম্বর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এদিন বিকেলেই পাকিস্তান দলের প্রধান কোচের পদ থেকে মিসবাহ উল হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনুস পদত্যাগ করেন।


এরপর নিউজিল্যান্ড সিরিজের জন্য আন্তর্র্বতীকালিন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় সাকলাইন মুস্তাক ও আব্দুল রাজ্জাককে। সোমবার (১৩ সেপ্টেম্বর) পাকিস্তান ম্যাথু হেইডেন ও ভারনন ফিল্যান্ডারকে কোচিং প্যানেলে যুক্ত করেছে। তারা দায়িত্ব পেয়েছেন শুধু বিশ্বকাপের জন্য।

যদিও পাকিস্তান দলে তাদের ভূমিকা কি হবে সেটা এখনও খোলাসা করে কিছু বলেনি পিসিবি। এই দুজনের নিয়োগ নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নব নির্বাচিত সভাপতি রমিজ রাজা। পাকিস্তানের ক্রিকেট নিয়ে লম্বা সময়ের পরিকল্পনা রয়েছে এই সাবেক অধিনায়কের। আগামী ৩ বছরের জন্য তিনি নিজের কর্ম পরিকল্পনা সাজাচ্ছেন।


রমিজ এই দুই কোচের নিয়োগ প্রসঙ্গে বলেছেন, 'আমি ভারননের সম্পর্কে জানি এবং সে শীর্ষ স্থানীয় দলগুলোর বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছে এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে। আমি মনে করি তারা দুজন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুনভাবে পাকিস্তানের পারফরম্যান্সে উন্নতি করতে সাহায্য করবে।'

নিজস্ব কৌশল নিয়ে আপোষ না করেই তারা কাজ করবেন বলে আশাবাদী পিসিবি সভাপতি। তিনি বলেন, 'পাকিস্তানের কোচিং সেটআপকে নতুন করে সাজানো দরকার। কোচদের তাদের কৌশল নিয়ে আপোষ না করেই খেলোয়াড়দের মধ্যে নির্ভীক মনোভাব তৈরি করতে হবে। তারা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখবে।'

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ সেপ্টেম্বর, ২০২১)