দ্য রিপোর্ট প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ীতে জমে থাকা বৃষ্টির পানিতে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

আজ (শুক্রবার) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শীলমুদ গ্রামের শহিদ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আব্দুর রহিম, উজির আলীল ছেলে ইউসুফ, নূর হোসেনের ছেলে মো. সুমন ও মো.শহীদ উল্যার ছেলে মো. জুয়েল। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

সোনাইমুড়ী থানার এএসআই কুলসুম আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মীরন অর রশীদ জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানক্ষেতে নামেন আব্দুর রহিম। এ সময় ক্ষেতে জমে থাকা বৃষ্টির পানিতে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরো তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ সেপ্টেম্বর, ২০২১)