দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল খান বলেছেন, ২০২৩ বিশ্বকাপে যদি আমিই দলকে নেতৃত্ব দেই তাহলে ঘোষণা দিয়ে বিশ্বকাপে যেতে চাই, শিরোপা জিততে এসেছি। স্রেফ খেলতে বা লড়াই করতে নয়। আমি চাইব কাপ জিততে। এটাই আমার ভাবনায় আছে।

নিজের এমন স্বপ্নের কথা সাবেক শ্রীলংকান ক্রিকেটার রাসেল আর্নল্ডের শো ‘চিলিং উইথ রাসেল’-এ জানান তামিম।

তিনি বলেন, প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়করা বলেছেন, ‘আমরা ভালো করতে চাই বা সেমিফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই।’

সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ বাংলাদেশ ক্রিকেটের ধ্রুবতারা। ২০০৭ সাল থেকে খেলছেন একইসঙ্গে। চতুষ্টয়ের দেশের ক্রিকেটে অবদান অনেক। একাধিক স্মরণীয় জয়, বড় দলগুলোকে নাকানিচুবানি খাওয়ানো, দাপটের সঙ্গে সিরিজ জয়সহ ছোট-বড় অনেক অর্জন বাংলাদেশের রেকর্ডবুকে জড়িয়ে আছে। বিদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জয়ের রেকর্ডও আছে। মহাদেশীয় আসরে ফাইনাল খেলার কীর্তিও গড়েছেন তিনবার। তবে শিরোপার আক্ষেপও রয়েছে।

কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সুখস্মৃতি নেই। ২০১৫ সালে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল খেলেছে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলেছিল সেমিফাইনাল। বিশ্বমঞ্চে জেতা হয়নি কোনো শিরোপা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেই সুযোগটি দেখছেন তামিম ইকবাল।

তামিম ইকবাল খান বলেন, নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার ২০২৩ বিশ্বকাপ হবে সেরা সময়। তার ভাষ্য,‘২০২৩ বিশ্বকাপকে আমি মনে করি, আমাদের জন্য দারুণ সুযোগ। আমরা আমাদের ক্যারিয়ারের প্রায় শেষ দিকে। তিন-চার-পাঁচ বছর আছে আমাদের। আমরা এমন কিছু করে ক্যারিয়ার শেষ করতে চাই যা বাংলাদেশ সবসময় মনে রাখবে। আমাদের চারজনের যে অভিজ্ঞতা, পাশাপাশি তরুণ যে ক্রিকেটাররা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের অবশ্যই সুযোগ আছে (২০২৩ বিশ্বকাপে)।’

২০০৭ সালের ২৫ জুলাই থেকে তামিম, মুশফিক, সাকিব ও মাহমুদউল্লাহ একসঙ্গে খেলছেন। ১৪ বছরে চার ক্রিকেটার ১২৯ ওয়ানডে খেলেছেন। এ সময়ে বাংলাদেশ জিতেছে ৬৩ ম্যাচে। হেরেছে ৬২টি। ৪টিতে কোনো ফল আসেনি।

তামিম বিশ্বাস করেন, চতুষ্টয়ের বড় কিছু অর্জনের সেরা সময় এখনই,‘আন্তর্জাতিক ক্রিকেটে এখনও আমার অনেক অনেক কিছু অর্জনের আছে। এখন আমার বয়স ৩২-৩৩, আরো বছর পাঁচেক বেশ ভালোভাবেই আছে আমার সামনে। ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছি আমি। যদি দেখেন, আমি, সাকিব, মুশফিক এবং অবশ্যই মাহমুদউল্লাহ… আমরা অনেক বছর ধরে বাংলাদেশের হয়ে খেলছি। তবে এখনও আমরা বড় কিছু অর্জন করতে পারিনি আমাদের ক্রিকেটে। ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি। কিন্তু আইসিসি ইভেন্টে বড় কিছু জিততে পারিনি।’

(দ্য রিপোর্ট/আরজেড/২০ সেপ্টেম্বর, ২০২১)