দ্য রিপোর্ট প্রতিবেদক: মোটরযান মালিকদের ওপর আরোপিত বর্ধিত আয়কর বাতিল এবং লাইসেন্সবিহীন চালকদের সহজ শর্তে ফ্রি ভারী ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ১৫ দফা দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছেন পণ্য পরিবহণ শ্রমিকরা।

আজ সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে এক সমাবেশে এ ঘোষণা দেন বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের নেতারা।

মঙ্গলবার ভোর থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইমমুভার, ট্রেইলার, মিনি ট্রাক, পিকআপ এই কর্মবিরতির আওতায় থাকবে।

কর্মবিরতি চলাকালে এসব পরিবহণ রাস্তায় চলাচল করবে না এবং সংশ্লিষ্টরা কেউ অফিসে যাবেন না। মালিক শ্রমিকদের জীবন জীবিকা এবং শান্তিপূর্ণ ব্যবসার পথে সব বাধা দূর ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান বক্তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ সেপ্টেম্বর, ২০২১)