দ্য ‍রিপোর্ট ডেস্ক: সম্প্রতি দেশের বিভিন্নস্থানে ধর্মীয় সহিংসতার শিকার হওয়া সংখ্যালঘু পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ঢাকায় মার্কিন দূতাবাসের পাঠানো বিবৃতিতে বলা হয়- ধর্ম পালনের স্বাধীনতা পবিত্র। সবাইকে ধর্মীয় সহিংসতা এবং পরিকল্পিত ঘৃণার বিরুদ্ধে অবিচল থাকতে হবে। কোনও ভয় ছাড়াই যে যার মত ধর্মীয় আচার-উৎসবে যেন অংশ নিতে পারেন তা নিশ্চিত করার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।

বৈচিত্র্য, ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধা রক্ষার আহ্বান জানানো সব বিশ্বাসের বাংলাদেশিদের পাশে যুক্তরাষ্ট্র আছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ অক্টোবর, ২০২১)