দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলায় পাঁচজন নিহত ও ৪৮ জন আহত হওয়ার ঘটনায় হামলাকারীকে চিহ্নিত করেছে সেখানকার পুলিশ। হামলায় আহত দুই শিশুর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় আহত ১০ শিশুকে এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তারা মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে ও তাদের শরীরের হাড় ভেঙে গেছে।

স্থানীয় সময় রবিবার রাতে ওই হামলার ঘটনাটি ঘটে। উইসকনসিন রাজ্য কর্তৃপক্ষ বলছে, ড্যারেল ই ব্রুকস নামে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি এ হামলা চালায়। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দ্যা গার্ডিয়ানের খবরে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্রিমসাস প্যারেড চলাকালীন একটি এসইউভি গাড়ি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

নগরীর পুলিশ প্রধান ডন থম্পসন সোমবার (২২ নভেম্বর) সংবাদ সম্মেলনে জানান, ড্যারেলের বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি অভিযোগ আনা হচ্ছে। তিনি আরও জানান, পারিবারিক কোনো অশান্তি থেকে এই সন্দেহভাজন ব্যক্তি হামলা চালান।

এই পুলিশপ্রধান আরও জানান, রবিবারের ওই হামলা যে সন্ত্রাসী হামলা, তার কোনো তথ্য-প্রমাণ নেই। ব্রুকস একাই এ হামলা চালায়। এ সময় তিনি হামলায় নিহত পাঁচ জনের নাম-পরিচয় প্রকাশ করেন। যাদের বয়স ৫২ থেকে ৮১ বছর।

ওয়াকেশা মেয়র শন রিলি বলেন, এটি একটি অনুভূতিহীন ট্র্যাজেডি’। আমরা অনেকেই প্যারেডে অংশ নিয়েছিলাম এবং এ ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলাম। যেখানে আমরা নগরীর সবাই একে অন্যের পাশে থাকি।

এদিকে, ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
খবর আল-জাজিরা

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ নভেম্বর, ২০২১)