দ্য রিপোর্ট প্রতিবেদক: র‍্যাবের জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন নায়ক ইমন, যা যাচাই বাছাই করা হচ্ছে।

ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা মাহির ফাঁস হওয়া ফোনালাপ প্রসঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব সদর দপ্তর থেকে বের হন ইমন। তবে প্রয়োজনে তাকে আবার ডেকে পাঠানো হতে পারে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ১১ টা ১৫ মিনিটে র‍্যাব সদর দপ্তর থেকে বের হয়ে যান চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের গণমাধ্যম আইন শাখার উপ-পরিচালক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে ৬ ডিসেম্বর রাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহির ফোনালাপ ফাঁস হওয়ার জের ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যায়।

তখন ডিবির যুগ্ম কমিশনার হারুণ অর রশিদ জানান, অডিও ফাঁসসহ বিভিন্ন বিষয়ে ডিবির কর্মকর্তারা তার সঙ্গে প্রায় দুই ঘণ্টা কথা বলেছেন। রাত সাড়ে ১০টার দিকে ডিবি কার্যালয় ত্যাগ করেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ ডিসেম্বর, ২০২১)