দ্য রিপোর্ট প্রতিবেদক: পরিস্থিতি পর্যবেক্ষণের উপর নির্ভর করছে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত। এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে খুব দ্রুতই শাবিপ্রবির সংকট নিরসন করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার বিকেলে জাতীয় শিক্ষাক্ক্রম পাঠ্য পুস্তক বোডে আলোচনা সভা শুরুর আগে এমনটা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের সংক্রমণ বাড়ার আশঙ্কা থেকেই দু সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ জানুয়ারি, ২০২২)