দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে গেলো সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫১ দশমিক ৯৪   শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। গেলো  সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৫৭  কোটি ৬৬ লাখ ৫৫ হাজার  টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩১ কোটি ৫৩ লাখ ৩১ হাজার টাকা।


 

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এসিআই ফরমুলেশন লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৩২ দশমিক ৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৬০ কোটি ৭ লাখ ৬১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন৩২ কোটি ১লাখ ৫২হাজার টাকা।

বঙ্গজ লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ২০ দশমিক ৮২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৩ কোটি ২৬ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি ফিন্যান্স, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি, ন্যাশনাল ফিড, ইস্টার্ণ হাউজিং, জেএমআই হসপিটাল ও সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড।

(দ্য রিপোর্ট/ মাহা / ১৪ মে, ২০২২)