দ্য রিপোর্ট প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষদিন আজ মঙ্গলবার (১৭ মে)। আগামী ১৯ মে বাছাই শেষে ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ মে প্রতীক বরাদ্দের জন্যে ধার্য হয়েছে।

নতুন নির্বাচন কমিশন (ইসি) দায়িত্ব নেওয়ার পর এটিই ইসির প্রথম 'নির্বাচনি পরীক্ষা' হতে যাচ্ছে। এ পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

নির্বাচন কমিশন গত ২৫ এপ্রিল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ ২৭ মে। একই দিন থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণাও শুরু হবে। নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। কুমিল্লা সিটি ছাড়াও একই তফসিলে দেশের ১৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি), তিনটি উপজেলা ও সাতটি পৌরসভার ভোট হবে।

আইনি বিধান অনুযায়ী, কুমিল্লা সিটির ভোট ১৬ মে’র মধ্যে অনুষ্ঠানের কথা থাকলেও কাজী হাবিবুল আউয়ালের কমিশন ওই সময়ের মধ্যে তা সম্পন্ন করতে পারেনি। কমিশন সূত্রে জানা গেছে, তাদের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি ও রমজানের মধ্যে নির্বাচনি কার্যক্রম এড়াতে ইসি ভোট পেছানোর সিদ্ধান্ত নিয়েছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৭ মে, ২০২২)