দ্য রিপোর্ট ডেস্ক: গীতাঞ্জলি শ্রীর উপন্যাস ‘টম্ব অব স্যান্ড’ এ বছর জিতে নিয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। এই প্রথম কোনো ভারতীয় ভাষার লেখা এবং একই সঙ্গে সরাসরি হিন্দি থেকে অনূদিত গ্রন্থ বুকার পেলো। অনুবাদ করেছেন, ডেইজি রকওয়েল।

গীতাঞ্জলি শ্রীর প্রকাশিত হয়েছে তিনটি উপন্যাস, বেশ কিছু গল্পসংকলন।

তার লেখা ইংরেজি ছাড়াও ফরাসি, জামার্ন, সার্বিয়ান ও কোরিয়ান ভাষায় অনূদিত হয়েছে।

গীতাঞ্জলি জন্মেছেন ১৯৫৭ সালে ভারতের মণিপুর রাজ্যে। ‘টম্ব অব স্যান্ড’ তার প্রথম বই যা যুক্তরাজ্য থেকে প্রকাশিত হয়েছে। গীতাঞ্জলি বসবাস করছেন দিল্লিতে।

উত্তর ভারতের ৮০ বছর বয়স্ক এক নারীর জীবনের নানা ঘটনা নিয়ে গড়ে উঠেছে ‘টম্ব অব স্যান্ড’। এই উপন্যাস সীমানা ও সীমানার প্রভাবের বিরুদ্ধে জীবনের জয়গান।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৭ মে, ২০২২)