ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় নায়ক রিয়াজ ও বর্তমান সময়ের নায়ক সাইমন সাদিক। দুজনই সোশ্যাল মিডিয়ায় সরব। সম্প্রতি বড় আকারের মাছ কোলে নিয়ে সেই ছবি ফেইসবুকে পোস্ট করে রিয়াজ আলোচিত হন।

এবার রিয়াজ ও সাইমন সিলেট-সুনামগঞ্জে বানভাসিদের সহযোগিতা করতে গিয়ে পরম মমতায় ভেড়ার বাচ্চা কোলে নিয়েছেন।

বন্যার কারণে গত কয়েকদিন দুর্বিষহ সময় পার করছেন সিলেট-সুনামগঞ্জের মানুষ। অন্যান্যদের পাশাপাশি দেশের তারকারাও এগিয়ে এসেছেন এই দুর্যোগ মোকাবিলায়, দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে। আজ বুধবার (২২ জুন) ত্রাণ সহায়তা নিয়ে সিলেটে গেছেন রিয়াজ, সাইমন সাদিক, চিত্রনায়িকা নিপুণ ও জেসমিন। সিলেটের গোয়াইন ঘাট, লক্ষ্মীনগর, মেওয়ার কান্তি এলাকায় তারা ত্রাণ বিতরণ করেছেন। ২৫০০ পরিবারের হাতে তুলে দিয়েছেন খাদ্যসামগ্রী।

সেখানে এক বাড়িতে ত্রাণ দিতে গিয়ে কয়েকটি ভেড়া ও ভেড়ার বাচ্চার দেখা পান রিয়াজ ও সাইমন। ভেড়াগুলো বন্যায় দুর্বিষহ দিন পার করছিল। অবলা প্রাণীগুলো দেখে দুজনেরই মায়া হয়। তারা দুজনেই ভেড়ার বাচ্চাগুলোকে কোলে নিয়ে আদর করেন।

সাইমন বলেন, ‘সিলেটের লেংগুড়া হাওরে ত্রাণ দিতে গিয়ে আমরা ভেড়াগুলো দেখি। বন্যায় বাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেড়াগুলোও খুব কষ্টে আছে দেখেই বোঝা যাচ্ছিল। তখন ভেড়ার বাচ্চাগুলোকে কোলে নিয়েছি ভালোবাসা থেকেই। এ এক অন্যরকম অনুভূতি।’

এর আগে ঢাকাই সিনেমার আরও কয়েকজন তারকা বন্যার্তদের সহায়তা করেছেন। চিত্রনায়ক অনন্ত জলিল ৩০ লাখ টাকার সহযোগিতার ঘোষণা করেছেন। খল অভিনেতা ডিপজল দিচ্ছেন ১০ ট্রাক খাবার। এ ছাড়া সুদূর যুক্তরাষ্ট্র থেকে শাকিব খানও সহায়তা পাঠিয়েছেন বলে জানা যায়।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২২জুন, ২০২২)