দ্য রিপোর্ট ডেস্ক: চিত্রনায়ক ওমর সানী পদ্মা সেতুকে মুক্তিযুদ্ধের পর দেশবাসীর ‘দ্বিতীয় অর্জন’ উল্লেখ করে সমালোচনা না-করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আজ (২৫ জুন) দুপুরে দেওয়া স্ট্যাটাসে এই চিত্রনায়ক লিখেছেন: ‘আমার বাড়ি বরিশাল গৌরনদী, জন্ম কালিগঞ্জ জিনজিরা ঢাকা। শ্বশুরবাড়ি সাতক্ষীরা, হা হা হা। আলহামদুলিল্লাহ পদ্মা সেতু আমার লাগবে, আপনার লাগবে।’

পদ্মা সেতুকে ‘গর্বের সেতু’ উল্লেখ করে ওমর সানী সমালোচকদের উদ্দেশ্যে লিখেছেন: ‘আমাদের প্রথম অর্জন স্বাধীনতা, আর দ্বিতীয় অর্জন পদ্মা সেতু। সমালোচনা নয় আসুন আমরা এক মুখে বলি আমাদের পদ্মা সেতু।’

উল্লেখ্য আজ (২৫ জুন) বহুল প্রত্যাশিত, দেশবাসীর কাঙ্ক্ষিত, বাংলাদেশের গর্বের অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৫জুন, ২০২২)