দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রেমের সম্পর্কের বিরোধের জেওে ছেলের মা লাইলি বেগমকে (৩৫) আগুনে পুড়িয়ে মারল মেয়ের মা নাসরিন আক্তার (৩৮)। এ সময় তাকে সহযোগিতা করে আছিয়া আক্তার কনা (৩৬) নামের আরেক নারী। আর এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯টার দিকে ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঘটনার পরপরই লাইলি বেগমকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায় স্বজনরা। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী মারা যান।

তিনি জানান, লাইলী বেগমের ছেলের সঙ্গে প্রতিবেশী খুকি (১৮) নামের এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ক থাকায় গত রবিবার তারা পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন দুই পরিবারকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি মিমাংসা হয়নি। এরই জের ধরে ছেলের মাকে আগুন দিয়ে ঝলসে দেয় মেয়ের মা নাসরিন আক্তার ও তার সহযোগী আছিয়া আক্তার কনা।

ওসি আরও জানান, এ ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৯ জুন, ২০২২)