দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সংলাপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (০৬ জুলাই) বিকাল ৫টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। চলবে ৩১ জুলাই পর্যন্ত।

উল্লেখ্য, এর আগে, ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করলেও বিএনপি তাতে অংশ নেয়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৬ জুলাই, ২০২২)