দ্য রিপোর্ট প্রতিনিধি:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা ঝুলিয়ে অবরোধ করেছেন শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে যান চলাচল। শাটল ট্রেনও বন্ধ রয়েছে। এই ট্রেনের চালককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

কমিটি ঘোষণার পর মধ্যরাত থেকেই তা বাতিলের দাবিতে অবরোধের ডাক দিয়ে আন্দোলনে নামে শাখা ছাত্রলীগের একটি পক্ষ। শুধু পদবঞ্চিতরা নন, আন্দোলনে রয়েছেন পদপ্রাপ্ত নেতাকর্মীরাও। সোমবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মূল ফটকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

ষোলশহর স্টেশন মাস্টার তন্ময় চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে ক্যাম্পাসগামী ট্রেন ঝাউতলা স্টেশনে পৌঁছালে দুই লোকোমাস্টার ও এক গার্ডকে অপহরণ করা হয়। কে বা কারা তাদের অপহরণ করেছে কিছু জানা যায়নি। রেলওয়ে পুলিশের সহায়তায় আমরা তাদের সন্ধান চালাচ্ছি। এখনও কোন খোঁজ পাওয়া যায়নি।’