দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা : জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ভাড়া বেড়েছে। রাজধানী ঢাকার সিটি সার্ভিসে কিলোমিটার প্রতি বেড়েছে ৩৫ পয়সা। দূরপাল্লায় ৪০ পয়সা করে। শনিবার (৬ আগস্ট) রাতে ঢাকা পরিবহন মালিক সমিতির সঙ্গে বিআরটিএ কর্তৃপক্ষের বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়েছে। 

৪ ঘণ্টা বৈঠক শেষে ভাড়া সমন্বয়ের বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেন সড়ক সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী। তিনি বলেন, মহানগর এলাকায় বাস ভাড়া ৩৫ পয়সা বেড়ে আড়াই টাকা, দূর পাল্লায় ৪০ পয়সা বেড়ে ২ টাকা ২০ পয়সা হয়েছে। সর্বনিন্ম ভাড়া ১০ টাকাই থাকছে। মিনিবাসে সর্বনিম্ন ভাড়া থাকছে ৮ টাকা।

বৈঠক সূত্রে জানা গেছে, বাস ভাড়া দূরপাল্লায় বেড়েছে ২২ শতাংশ। সিটি সার্ভিসে বেড়েছে ১৬ শতাংশ।

এর আগে বিকেল ৫টায় মহাখালীর বিআরটিএ ভবনে ঢাকা পরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ)। বৈঠক সূত্রে জানা গেছে, বিআরটিএ ১৫ শতাংশ ভাড়া বাড়াতে চাইলেও সমিতির দাবি ছিলো ৩০ শতাংশ।

বৈঠকে অংশ নেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম, পরিচালক (অপারেশন) মো. লোকমান হোসেন মোল্লা, সচিব এ টি এম কামরুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

দ্য রিপোর্ট/ টিআইএম