দ্য রিপোর্ট প্রতিবেদক: কাতার বিশ্বকাপের সূচি পরিবর্তন করেছে আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। নতুন সূচি অনুযায়ী একদিন আগে ২০ নভেম্বর শুরু হবে উদ্বোধনী ম্যাচ। আগের সূচিতে যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২১ নভেম্বর থেকে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে বিশ্বকাপের সূচির পরিবর্তনের খবর জানিয়েছে ফিফা।

পুরনো সূচিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবার কথা ছিল সেনেগাল ও নেদারল্যান্ডসের। তবে একদিন এগিয়ে আনার কারণ হিসেবে ফিফা জানিয়েছে, আয়োজক দেশ কাতারকে প্রথম ম্যাচে খেলার সুযোগ করে দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত ফিফার।

সে অনুযায়ী ২০ নভেম্বর প্রথম ম্যাচে স্বাগতিক কাতার খেলবে ইকুয়েডরের বিপক্ষে।

শুরুর দিন এগিয়ে আনা হলেও প্রস্তাবিত সূচিতে ফাইনালের দিনক্ষণ ১৮ ডিসেম্বরই রয়েছে।

এছাড়া ২১ নভেম্বর সেনেগাল ও নেদারল্যান্ডস মুখোমুখি হবে দ্বিতীয় ম্যাচে। একই দিনে ইংল্যান্ড-ইরান ম্যাচটি দ্বিতীয় ম্যাচের বদলে হবে তৃতীয় ম্যাচ।