মাহি হাসান,দ্য রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই প্ল্যাটফর্মের কোম্পানিগুলোর লেনদেন এক মাসের মধ্যে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এসএমই সেক্টরের কোম্পানিগুলো বাজারে আসার কিছুদিনের মধ্যেও শেয়ারের মূল্য আকাশছোয়া উচ্চতায় উঠে যাচ্ছে। যদিও এসএমই সেক্টরের কোম্পানিগুলো নিয়ে রয়েছে বাজার সংশ্লিষ্টদের নানা অভিযোগ। অযোগ্য অনেক কোম্পানি এই সেক্টরে পুঁজিবাজারে লেনদেন করার সুযোগ পেয়েছে এমনও গুঞ্জন রয়েছে। বর্তমানে এসএমই সেক্টরে তালিকাভুক্ত রয়েছে ১৫টি কোম্পানি। প্রায় প্রত্যেক কোম্পানিরই শেয়ারের দাম বেড়েছে শতগুণ।

আছিয়া সি ফুডস লিমিটেডের শেয়ারের দাম গত মাসে ৩৬২ শতাংশ বেড়েছেবলে দেখা যায়। কোম্পানিটি ১৮ জুলাই লেনদেন শুরু করে। প্রায় দেড় মাসে কোম্পানিটির শেয়ার ১১ টাকা থেকে ৫৪ টাকা ১০ পয়সা পর্যন্ত হয়েছে।আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার৪৫টাকায় লেনদেন হচ্ছে।এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত আছিয়া সি ফুডস লিমিটেডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে।এ সময়ে কোম্পানিটির একদিনে সর্বনিম্ন ২৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে।সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ৭৭ লাখ শেয়ারের।আগে কোম্পানিটির দৈনিক সর্বোচ্চ ৮৭ হাজার শেয়ার লেনদেন হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ শেয়ারে।

এপেক্স ওয়েভিং এন্ড ফিনিশিং মিলস এই সেক্টরে যাত্রা শুরু করে গত বছর সেপ্টেম্বরে।এ সময়ের মাঝে ৫৩টাকা পর্যন্ত দাম উঠেছে কোম্পানিটির শেয়ারের।সর্বশেষ আজ ৩৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে ।

বিডি পেইন্টসের শেয়ারের দাম লেনদেন শুরু ৩ মাসের মধ্যে ৫৭ টাকা ৭০পয়সা পর্যন্ত উঠেছে। ক্যামিক্যাল ও ফার্মাসিউটিক্যাল খাতের এই কোম্পানিটি এই জুনে লেনদেন শুরু করে।সর্বশেষ আজ ৪৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে ।কৃষিবিদ ফিড লিমিটেড কোম্পানির ইক্যুইটি মূল্য ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে১২এপ্রিল লেনদেন শুরু করা কোম্পানিটির শেয়ারমূল্য এ সময়ের মধ্যে ৫৭ টাকা ৯০পয়সা পর্যন্ত উঠেছে। সর্বশেষ আজ ৪২ টাকায় লেনদেন হয়েছে ।

ওয়ান্ডারল্যান্ড টয়েস লিমিটেডেরগত মাসে কোম্পানিটির দৈনিক সর্বোচ্চ লেনদেন হয়েছে ৯ হাজার শেয়ারএক মাসে কোম্পানির শেয়ার লেনদেনের পরিমাণ প্রায় আড়াই লাখে পৌঁছেছেএই সময়ে কোম্পানির শেয়ারের দাম ১৬ শতাংশ বেড়েছেবর্তমানে কোম্পানিটির শেয়ার ৪৮ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছে। কোম্পানিটির শেয়ারের দাম ১৩ টাকা থেকে ১১৫ টাকায় পর্যন্ত লেনদেন হয়েছে গত ১১ মাসে।

এছাড়াও এই সময়ের মধ্যে বেঙ্গল বিস্কুট লিমিটেড,মামুন এগ্রো প্রোডাক্টস,কৃষিবিদ সীড লিমিটেড,মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেড এর শেয়ার লেনদেন যথাক্রমে ১৪৭৮ শতাংশ,১১৯৮ শতাংশ,৯৩৮ শতাংশ এবং ৯৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে

গত মাসে,কৃষিবিদ ফিড লিমিটেড,ওরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড,মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেড এবং নিয়ালকো অ্যালয়স লিমিটেডের শেয়ারের দাম যথাক্রমে ৭০.৩৭ শতাংশ,৪৩.৪৫ শতাংশ,৪৩.১৭ শতাংশ এবং ৩৮.৬৭ শতাংশ বেড়েছে

এসএমই মার্কেটে কোম্পানিগুলো এত অস্বাভাবাবিক দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আবু আহমেদের কাছে। তিনি বলেন এসএমই মার্কেট নিয়ে বিএসইসি কে আরও সতর্ক হতে হবে।এ মার্কেটে লেনদেনের অনুমতি দেওয়া কোম্পানিগুলোর ব্যাপারে আরও যাচাই-বাছাই করতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে। তিনি বিনিয়োগকারীদের আরও জেনে বুঝে বিনিয়োগ করার পরামর্শ দেন।

যদিওআজ (সোমবার) ডিএসই এসএমই সূচক আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে ২০৭২ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন ১৩ টি কোম্পানির লেনদেন হয়েছে এবং সবগুলোরই দাম কমেছে।

কিন্তু ভিন্ন প্রেক্ষাপট ছিলো মূল মার্কেটেএদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই)লেনদেন হয়েছে ১ হাজার ৪৭৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০০ পয়েন্টে অবস্থান করছেডিএসই শরিয়া সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮০ পয়েন্টে,ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে

ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছেএর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৪টির,কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত আছে ৯৯টির