দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার ড. মিজানুর রহমান বলেছেন, পুঁজিবাজারে করপোরেট গভর্ন্যান্স নিশ্চিতে বিএসইসি বদ্ধপরিকর। গত ১৫ বছর ধরে এ বিষয়ে তারা কাজ করে চলেছেন। বিএসইসি প্রণীত করপোরেট গভর্ন্যান্স কোড একটি যুগান্তকারী মাইলফলক।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসি ও চট্টগ্রাম স্ট এক্সচেঞ্জের (সিএসই) যৌথ আয়োজনে অনুষ্ঠিত করপোরেট গভর্ন্যান্স সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বেশিরভাগ তালিকাভুক্ত কোম্পানিতে দেখা যায়, খুবই স্বল্পসংখ্যক শেয়ারহোল্ডার (স্পন্সর শেয়ারহোল্ডার) কোম্পানির আর্থিক বিষয় নিয়ন্ত্রণ করেন। কোম্পানির বেশিরভাগ শেয়ারের ধারকরা এর নিয়ন্ত্রণের বাইরে।

তিনি বলেন, বিএসইসি কোম্পানির মালিকানা ও ব্যবস্থাপনাকে আলাদা করার লক্ষ্যে কাজ করছে। তাতে কোম্পানিগুলোতে সুশাসন বাড়বে। বাড়বে স্বচ্ছতা।

সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।

উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন সিএসইর পরিচালক মেজর (অবঃ) এমদাদুল ইসলাম।

(প্রেস বিজ্ঞপ্তি)